কেশবের বাঁশি ডাকে যমুনার তীরে.. হৃদি ঘিরে, পথ ফিরে, এ মেঘেতে রঙ ধুয়ে, আকুলি বিকুলি তুই রাই কেন হলি সই? কার মনে নীল নীরে আনচানে আচমনে স্ফটিকের হীরে… রঙেতে রাসেতে কারে রাখিবি আঁচলে আজ অবহেলে… হোরি খেলে, মন ভুলে, চোখ তুলে দেখ ভিড়ে ডুবে যায় শ্যামরাই শ্যামাঙ্গি নীড়ে… কেশবের বাঁশি ডাকে যমুনার তীরে… হৃদি চিরে, … Continue reading
Originally posted on আকাশী খাতার রোদ রঙা পাতা:
অপেক্ষার ভোর কমলারসা, তোমার ঠোঁটের স্বাদে। অপেক্ষা সকালে সবুজ, তোমার চোখের ছায়ায়। কবি, তুমি অপেক্ষা করনি কখনও, না? এক-দুই-তিন-সাত-পনেরো-কুড়ি দিন-মাস-বছর? নাহ কবি। এতো শুধু তোমার সময় পেন্ডুলাম। অপেক্ষা তোমার এখনও বাকি। অপেক্ষার দুপুর গেরুয়াছোপা, তোমার রুক্ষ চুলের জটে। অপেক্ষার ধূপ রঙ ধোঁয়ার তোমার নিঃশ্বাসে ডুব চান। জীবনের পর জীবন জন্ম নেবে, জন্মের…
কখনও সখনও পথভোলা রাতে শহরের নাভি ঘেঁষে জেগে ওঠে চাঁদ। নিঃশ্বাসে ওঠেনামে বারোমেসে হাওয়াদের এলোমেলো পথ। তারপর? নখের নিচের চিকচিকে বালি ধুয়ে নেয় তারাখসা রঙ। অনেকটা ক্লান্ত হয় ভোর অনেকটা রোদ ছায়া হয়। তারপর? সবুজ নদীরা জল ছাঁচে পাড় ভাঙে দেবদারু উঠোনে এখনও তবু জাগেনি শহর বুকের কোনে ভেঙে যায় বাঁধ। তারপর? ধীর পায়ে ঘুরে … Continue reading
Bengali NattoUtsav succesfully ran 2 plays on the 10th of August 2013. The second play of the evening was Arsenic which was written and directed by Surja Gupta. Below are some pictures from the show.
আমার পৃথিবীর জন্মটা ঠিক কবে বা কিভাবে মনে পড়ে না। আর সক্কলের সঙ্গে সঙ্গেই শুরু হয়েছিল পথ চেনা বা হাঁটা। সে পথ ধীরে ধীরে নাকি হঠাৎ-ই সমান্তরাল রেখা টেনে আরেকটা পৃথিবী গড়ে নিয়েছিল সীমানার বাইরে সেটা ভুলে গেছে সময়। এক পৃথিবী, এই যে নীল-সবুজ গ্রহ, তোমার আমার কথা হয় রোজ কাজে অকাজে যেখানে, না চাইতেও। … Continue reading
পৌষ মাস পিঠেপুলি খাওয়ার আশ নারকেল কই কুরানি নাই দোকান থেকে কিনে খাস।। আসছে মাঘ পড়ল বাঘ বাজারে ঐ লাগলো আগ ভাগম ভাগ ।
প্রায়ে ৩০ বছর পরে গত কাল পুরন বন্ধুদের সাথে দেখা হল – ফেসবুকের খাতিরে। আমরা বসলাম পার্ক স্ট্রিটের Bar-be-cue রেস্তরায় । এত দিনের জমানো আড্ডা, তার উপর ছোট বেলাকার সেই সব স্ম্রিতি – সময় যে কি ভাবে কেটে গেল তা বোঝাই গেল না । সব মিলে আমাদের ৮ জনকে জগার করা গেছিল, আমাকে বাদ … Continue reading
World Citizenship From the individual perspective, citizenship is a part of identity. Who we are is largely defined by where we belong. As individuals we have multiple anchors to our identity – our family, our community, religious affiliation, our state, our country and our world. Which anchor dominates depends on how we feel attached to … Continue reading
Imagine – One World In a camp for envisioning the soul of the world John stated, ‘The goal is to become a citizen of the World;’ ‘Let all countries like UK, USA, USSR, Australia, Canada, Thailand, Philippines, India, Sri Lanka, Bangladesh and Pakistan belong to one organisation – the World. Any citizen of this organisation, … Continue reading
We had a holiday home at Hazaribag. On every long holiday we used to go there. My grandfather from my maternal side used to live there all by himself with a servant Jhalu. Dadu used to wait for us eagerly. The Bombay Mail train used to pass our property. Dadu used to have special chicken … Continue reading
It is the day like some other day… nothing special…or, is it really? Day, like Today, comes back once and once again.. reminding me of rain, rain and only rain… If it rains, I’ll remember you… If it rains, I’ll remember only you, sound of rain-drops on glass window.. my old drenched city.. I really … Continue reading
You forgot to say goodbye, and I remembered not to tell you my name. Now we became islands, only ocean can find us. Waves are coming back and forth. I can hear the distant symphony, but the fog curtains the sight. Its us all awake at night, and there’s those days of dreams. We were … Continue reading
Author : Roop Hazra In December 2011, there I was in Delhi Indira Gandhi National Airport walked long way to the gate to embark on plane to Jodhpur when suddenly, disaster strikes!!! I have missed my flight, oh my GOD this couldn’t be happening. It was like a nightmare…But real! I saw my mother distressed. … Continue reading
Author : Saikat Choudhury At times I wonder how many cine goers of the 70s remember the dialogues ‘Babumoshai, zindagi badi honi chahiye lambi nahin’ and ‘Pushpa, I hate tears’? Pretty sure many of you do as these words have been immortalised in the annals of Indian cinema by none other than Rajesh Khanna who … Continue reading
লেখক – রাহুল গাঙ্গুলী ছোট চার্ণ নদীর পাশেই ছবির মত সুন্দর ইংল্যান্ডের সাজানো শহর সাইরেনসেস্টার, আমার স্কুলের বন্ধু অভীক ওখান থেকে ই-মেল পাঠিয়েছে। শুনতে অবাক লাগলেও সত্যি যে আমাদের বাড়িতে ইন্টারনেট নেই। পাশের বাড়ির রূপক আমারই স্টুডেন্ট। সেই আমাকে একটা ই-মেল একাউন্ট খুলে দিয়েছ। মাঝে মধ্যে ওর বাড়িতে গিয়ে আমি সেসব দেখি। আমি বাংলা নিয়ে … Continue reading
লেখক – স্বপন ত্রিবেদী আমার মোবাইলটা বাজছে , বেজেই যাচ্ছে| আমি বুঝতে পারছি খুব একটা খারাপ খবর আসছে| মোবাইল বাজার ধরনটা শুনেই ভালো না খারাপ খবর বোঝার আমার একটা সহজাত ক্ষমতা আছে| বাজনার সুরটা কি রকম বিষণ্ণ করুণ মূর্ছনার রং ধরে আর তখনি বুঝি খারাপ খবর| আবার একই সুর যখন রম-ঝাম করে বাজে তখনি বুঝি … Continue reading
লিখিকা – শ্রাবণী চৌধুরী শুক্রবার সন্ধ্যাবেলা, গাড়ি চলেছে এয়ারপোর্ট এর দিকে, শ্বশুরমশাই আর শাশুড়ি-মা আসছেন দেশ থেকে। আমাদের ড্রাইভার সাহাব পঞ্চমের গান শুনছে, বাবা মা আসার খুশীতে। আমিও খুশ্, আগাম খবর পেয়েছি, বেশ কয়েকটা শাড়ি গয়না প্রাপ্তি হবে, আমাদের ছয় বছরের মেয়ে মিঙ্কু আনন্দে পা দোলাচ্ছে, দাদুয়ার কাছে রোজ নতুন গল্প শুনবে। মিঙ্কুর ঠাকুরদার ঝুলি … Continue reading
লেখক – অজয় কুমার সরদার বহু বছর এখন আমি বাংলা ছাড়া – স্বপ্নে আমার অতীত স্মৃতি করছে তাড়া, বাংলা দেশে এখনও খুব বৃষ্টি পড়ে? টাপুর টুপুর অঝোর ঝরে, ভিজে মাটির সোঁদা গন্ধ বাতাস করে ভারী! আমি দূরে থেকেও স্বপ্ন দেখি তারই। কালো ধোঁয়ায়, সকাল সন্ধ্যে শরীরটাকে ঢেকে এখনও সেই সরকারী বাস ছুটছে এঁকে বেঁকে? … Continue reading
লেখক – সব্যসাচী পাল ভূতের রাজা গুপী বাঘা কে বর দিয়েছিল সুর হবে, লয় হবে, তাল হবে। কিন্তু ভূতের রাজার বর ছাড়া বিনা পরিশ্রমে গায়ক হওয়া সম্ভব নয়। ছোটবেলা থেকে দেখতাম মা হারমোনিয়াম বাজিয়ে গান করছেন আর সঙ্গে রয়েছে বাবার অনুপ্রেরণা। মা নিয়মিত সংবাদপত্রে কবিতা লিখতেন, আবৃত্তি করতে। আমার কবিতা বলা আর গান গাওয়ার হাতেখড়ি … Continue reading
Durga puja has come and gone…all too soon. For us in Sydney and me in particular it was 2 and half days of controlled chaos. I guess that after 3 years on the Puja committee I can call myself a battle hardened veteran. Every year on the eve of the Puja weekend ie. on Friday … Continue reading
পাহাড়ের কোলে ছোট্ট একটা রেলওয়েষ্টেসন ৷ মেটটুপালায়াম ৷ তামিল নাম ৷ জানিনা বাংলায়ে তরজমা করলে কি মানে দাঁড়াবে ৷ জায়গাটার প্রবল আকর্ষণ মন কে নাড়া দেয় ৷ দুরে দাঁড়িয়ে আছে দক্ষিন ভারতের বিখ্যাত পর্বতমালা নিলগিড়ি ৷ পাহাচূড়ো গুলো কিছু দৃশ্যমান আর বেশিরভাগটাই হারিয়ে গেছে ঘন মেঘের আড়ালে। মেটটুপালায়াম হল চেননাই–কোয়েমবাটর–নিলগিড়ি রেলরুটের শেষ স্টেসন ৷ সেইখান থেকে শৈলশহর ঊটির দুরত্ত প্রায়ে ৫০ কিমি ৷ আঁকাবাঁকা … Continue reading
জোছনার দুধ নদী বেয়ে হিম মেখে রাত নামে আলগোছে কার্ণিশ ধরে। জানলার কবজায় বসে থাকে অপেক্ষা, তোর হয়ে মন ভুলে। ছলছলে দৃশ্যে গাঢ় রঙে তুলি টানে ছবি আঁকে কার তরে, জানি না। জানা নেই মন ওড়া পথ ভুলে, সেই কবে উড়ে যায়, নাও খানি পড়ে থাকে ঘাট শেষে পলি মেখে। পলি তুলে পিতিমের চোখ টানে, … Continue reading
দুর্গা পূজা সব বাঙ্গালীর কাছেই প্রিয় – এই পূজার কথা লেখবার কোনও মানে হয় কিনা জানি না – আমার নিজশ্য কিছু ছেড়া স্মৃতি অভিজ্ঞতা, এলো মেলো – মনের কোনায় লুকিয়ে আছে – এত কিছু মুছে গেছে এই স্মৃতিগুলি কেন মুছে যায়ে নি… জানি না। আমার একেবারে প্রথম মনে পরে – তখন আমদের কেয়াতলার পুরনো বাড়ি … Continue reading
Whenever John boards a bus, he takes a window seat. Today, he is habitually on the upper deck, looking down – looking down on the people walking below. Half an hour to home now, he feels a bit hungry; his mother Martina surprises him every day with a new snack. A big jerk – screeeech … Continue reading
আজ মন মেজাজ বেশ খুশি – কাল পরশু এমনিতেই ছুটি তার উপর সোমবার পাবলিক হলিডে – একেবারে টানা তিন দিন অফিস কাচারির ঝামেলা থেকে বেঁচে জাব। এ তিন দিনের ছুটির নাম – Grand Finals Long Weekend – গত তিন মাস ধরে ধারাবাহিক খেলা চলেছে সারা দেশ জুরে। এ সপ্তাহে তার চূড়ান্ত মীমাংসা। দুটো আলাদা প্রতিযোগিতা … Continue reading
Dawn came to this part of the world , a little earlier than it did to the other parts of India as the sun journeyed westward across the blue. Thick tree trunks shot 20 meters up into the sky with damp slimy moss and moulds clung fast forming tiny ecosystems and subsystems supporting a chain … Continue reading
Did you know that at least 80% of the world population lives on less than $10 a day? Did you know that the richest 20% of the world’s population accounts for three-quarters of the world’s income whereas the poorest 40% only account for 5%? Did you know that 1 in 2 children around the world … Continue reading
A BOOK REVIEW : By Dr. Tirthankar Roychowdhury Rabindranath Tagore : The Singer and his Song by Reba Som, Penguin Books (Viking Imprint), June 2009 This book is written by Dr Reba Som, an academic, historian, writer and classical singer who is also presently the director of Indian Council for Cultural Relations’ Rabindranath … Continue reading
Author – Bhalomanush An American coworker once asked me why we Indians break out into song and dance all the time. At that moment I vaguely remember answering that we like to shake a leg instinctively because our streets have a lot of rabid, stray dogs which we want to shoo away when they attempt … Continue reading
আজ এক নিপাট ভোর এসে ঘুম থেকে আলতো আদরে জাগিয়েছে আমায়। ঘুম ঘুম আধা আধি চোখে তাকিয়েছি জানলার ওপারে। হিম মাখামাখি নরম গালিচার মতন সকাল, হাতে তাই মাথা রেখে চোখ চেয়ে তোকে দেখি এক মনে, মনে মনে। আজকে আবার, আরো এক বার তুই চলে এলি বেড়া ডিঙিয়ে, মনের এই এইপারে। তাকিয়েই আছি, প্রিয়তমা বান্ধবী খুনসুটি … Continue reading
If you are already approved by SydneyProbashi as a contributor, this is the process … how to submit your writing. After you login to wordpress.com you will see the similar screen like below… Click the tab “New Post”. See the example picture below… After clicking the tab you will see the page like below. You can … Continue reading
আজ সকালে ডিম বাজারে গিয়ে তাজ্জব! কোন ডিমের দোকানেই দেশী মুরগী এবং হাঁসের ডিম নেই! কারনে ওরা জানালো, সাপ্লাই নেই। ডিম চপ খাবার যে স্বাধ মনে জেগেছিল, তা উবে যাচ্ছিলো। হাঁসের ডিমে চপ ভাল হয় এবং খেতেও বেশ। তবুও আমার ব্যাটারী বললেন, ইচ্ছা যখন করেছো তখন ফার্মের ডিম নাও। রোজায় কয়েকদিন ইফতারিতে এমন চপ খেয়ে … Continue reading
This year it was our 8th Nattotsav. Bengali Association of NSWExecutive Committee has brought us yet another memorable Nattotsav. The team worked tirelessly and hats off to all members. This festival of histrionics was arranged well. Over the years we have enjoyed over 30 dramas performed by innumerable actors. Some of the performances we cherish … Continue reading
I am flying home and I can already hear the drums beating. Having come here so long ago, I never went back for Puja in October – restricted by children and school holidays etc. Even as I try to be blasé’ cosmopolitan world traveller, my heart is skipping a little faster. It’s a new feeling. … Continue reading
The clash of the steels rang through the air as the valiant gladiators trapped in a deadly combat fell upon each others blood in an attempt to crush the adversary to the wave of applause,rising from the gathering spectators. The sun burned overhead with fury wringing every bit of moisture from the sea of humanity occupying the … Continue reading
লোহার জাং পাসের পর চরাই পথটাতে হান্টার জুতোটার সোল খুলতে শুরু করল। প্রথমে খুব অল্প সামনের দিকটা ফাঁক দেখা যায়। সাধারণ অবস্থায় এটা তেমন বড় ব্যাপার নয়, মুচির কাছে ২০টাকা দিয়ে সাড়িয়ে নিলেই হয়। কিন্তু এখানে তো মুচি বা জুতোর দোকান নেই। এই রাস্তায় জুতো ছিঁড়ে গেলে খুব বিপদ। এই কথা ভেবে টক্কর বসে পড়ল … Continue reading
Starting Probashi Online – a platform to express yourself and share your thoughts with others – an initiative of BANSW (Bengali Association of NSW)
BANSW Durga Puja Date & Time: 20-21 October 2012 Venue: Concord High School, Stanley Street, Concord Contact Details: Sameeran Lodh Phone: 0402209613
Event Name Date & Time: Event Venue: Ticket Prices: Contact Details: